শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বহাল চীন-মার্কিন বাণিজ্য চুক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

গত জানুয়ারিতে স্বাক্ষর হওয়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তির অবসান হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউজের উপদেষ্টা ল্যারি কুদলো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই চুক্তি বহাল আছে জানিয়ে তিনি বলেন, দুই দেশ এখনও বাণিজ্য নিয়ে কাজ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার ফক্স বিজনেস নেটওয়ার্কে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে স্বাক্ষরিত ওই বাণিজ্য চুক্তি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কার কথা জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার আগ্রহ আর নেই জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্নের আভাসও দেন তিনি। তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ল্যারি কুদলোর কাছে ওই চুক্তি ভেঙে পড়ছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’ চুক্তি রক্ষায় চীনা পক্ষ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, পণ্য কেনার গতি কিছুটা ধীর। আমার মনে হয় মার্কেট ও অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেক কিছু করার আছে। ল্যারি কুদলো বলেন, ‘চীনের সঙ্গে আমাদের অন্য ইস্যুও আছে আর এগুলোর মধ্যে অবশ্যই ভাইরাসটির উৎপত্তি নিয়েও কথা আছে...। কিন্তু সেগুলো বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে, এটা চলবে।’ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন