শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অধিকার ফিরিয়ে দিতে ওআইসি আন্তর্জাতিক সমর্থন চায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২০, ১২:০৩ এএম

১৯৪৮ সালে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের ভ‚মি ও তাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের আহবান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শুক্রবার ৭২ তম নাকাবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ আহবান জানায় সংস্থাটি। বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পূর্ণ সমর্থন দিতে আহবান জানানো হয়। আন্তর্জাতিক আইনের রেজুলেশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, পশ্চিম জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে দুই দেশের সমস্যা সমাধান প্রয়োজন। ফিলিস্তিনিরা ১৯৪৮ সাল থেকে নাকাবা দিবস পালন করে আসছে। নাকাবা অর্থ বিপর্যয়।ইহুদিদের হাতে ওই সময়ে ফিলিস্তিনিদের বিপর্যয় ঘটেছিল। ফিলিস্তিন-ইসরাইলের দ্ব›দ্ব ১৯১৭ সালের, যখন ব্রিটিশ সরকার বালফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় বাড়ি প্রতিষ্ঠা করার আহবান জানিয়েছিল। ফিলিস্তিনিরা পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পার্শ্ববর্তী আরব দেশগুলোতে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হওয়ার পরে ১৯৪৮ সালে ঐতিহাসিক ফিলিস্তিনের রাষ্ট্রের ওপর নতুন রাষ্ট্র ইসরাইলের ঘোষণা দেয়া হয়েছিল। ওই সময়ে সশস্ত্র ইহুদি গোষ্ঠীগুলোর হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছিল। এতে ৮ লাখ পরিবার গৃহহারা এবং ৫৩১টি আরব গ্রাম ধ্বংস হয়েছিল। ইজিপ্ট টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন