শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাযুদ্ধে জীবন দিলেন সিএমপির প্রথম পুলিশ সদস্য নাইমুল হক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২০, ৯:১৯ পিএম

উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ সদস্য নাইমুল হক (৩৮) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর একদিন পর গতকাল তার নমুনায় করোনা পজেটিভ আসে বলে জানান নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ খান। নাইমুল হক সিএমপির ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়। বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। নাইমুল হককে করোনাযুদ্ধে চট্টগ্রামে প্রথম শহীদ পুলিশ সদস্য হিসাবে উল্লেখ করে নগর পুলিশের কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

চট্টগ্রামে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা ৫৩ জন। এদের মধ্যে সিএমপির ৪৪ জন, যার মধ্যে একজনের মৃত্যু হলো। এছাড়া শিল্প পুলিশের তিনজন এবং র‌্যাবের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন