বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাঁচাতে কেউ আসেনি

হিন্দুস্থান টাইমস | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। লকডাউনে কোনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। অবশেষে আত্মহত্যা করলেন ‘আদত সে মজবুর’ অভিনেতা মনমীত গ্রেওয়াল।
গত শুক্রবার রাতে তার নভি মুম্বাইয়ের বাড়িতে ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে ঋণের দায়ে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর লোকজনের জেরে কোন কাজও পাচ্ছিলেন না তিনি।
অভিনেতার স্ত্রী তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন। তিনি মনমীতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। প্রতিবেশীদের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন মনমীতের স্ত্রী।
প্রতিবেশীরা ভেবেছিলেন মনমীত হয়তো করণা ভাইরাসে আক্রান্ত। আর তাই কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেননি তারা।

মনমীতের বন্ধু মনজিত সিং জানিয়েছেন, ‘সেদিন সন্ধ্যায় সে কিন্তু স্বাভাবিকই ছিল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন ওর স্ত্রী রান্না ঘরে। হঠাৎ চেয়ারের শব্দ শুনে তিনি ঘরে ছুটে যান। মনমীতকে দেখে তিনি চিৎকার করছিলেন। অবশেষে প্রতিবেশীরা আসেন। কিন্তু তারা ভেবেছিলেন মনমীতের করোনা হয়েছে। তাই ঝুলন্ত অবস্থা থেকে তাকে বাঁচাতেও কেউ এগিয়ে আসেনি।’
প্রসঙ্গত, আদত সে মজবুর এবং কুলদীপক টিভি শো তে অভিনয় করেছেন মনমীত গ্রেওয়াল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ১৮ মে, ২০২০, ১:১৯ পিএম says : 0
We have lost our humanity and consciousness. In animal kingdom, they share there food with other animal.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন