শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইফার খুতবা প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত জুমার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
কামরুল বলেন, দেশের অনেক মসজিদের ঈমামরা ইসলামিক ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করেছে। যারা এটি প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, আমরা সকল মসজিদ মনিটরিং করছি। ঈমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারে না। যারা খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এমএ করিমও এতে বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জামিল ২৩ জুলাই, ২০১৬, ১২:০৩ পিএম says : 0
দেশের অধিকাংশ মানুষ এটা প্রত্যাক্ষান করেছে তো পারলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন