শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কুক-রুটের শতকে দিনটি ইংল্যান্ডের

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ইতিহাস গড়া জয়ে ফুরফুরে মেজাজ নিয়েই ম্যানচেস্টারে পাড়ি জমিয়েছিলো পাকিস্তান। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইংলিশ ব্যাটসম্যানরা। গতকাল শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যালিস্টার কুক ও জো রুটের শতকে ভর করে দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। দলীয় ২৫ রানে পেসার আমিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার হালেস (১০)। তারপর থেকেই দু’চোখে অন্ধকার দেখতে থাকেন পাকিস্তানি বোলাররা। ব্যাট হাতে নেমে অধিনায়ক কুকের সাথে পাল্লা দিয়ে রানের চাকা ঘোরাতে থাকেন রুট। এই দুই মারমুখী ব্যাটসম্যানের তা-বে মাত্র ৫৪ ওভারেই ২শ’ পেরোয় ইংলিশ শিবির। সেই ধারা অব্যাহত রেখে ব্যাট চালিয়ে দু’জনেই তুলে নেন নিজেদের সেঞ্চুরি। তবে তারপর খুব বেশি এগুতে পারেননি কুক, সেই আমিরের বলেই ১০৫ রানে থেমেছেন বোল্ড হয়ে। তবে হাল ঠিকই নিজের কাঁধে তুলে নিয়েছেন রুট। রিপোর্টটি লেখা পর্যন্ত (৭০ ওভার) ৩ উইকেট হারানো ইংল্যান্ডের সংগ্রহ ২৫৮। সেঞ্চুরি পেরিয়ে রুট ব্যাট করছেন ১১১ রানে। তাকে সঙ্গ দিতে ক্রিজে আছেন ৬ রান করা গ্যারী ব্যালান্স। এর ফাঁকে ভিন্সকে ১৮ রানে ফেরান রাহাত আলী।

অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ ইনিংস
ব্যাটসম্যান    রান    প্রতিপক্ষ    তারিখ
মহেন্দ্র সিং ধোনি    ২২৪    অস্ট্রেলিয়া    ২২ ফেব্রু. ২০১৩
শচীন টেন্ডুলকার    ২১৭    নিউজিল্যান্ড    ২৯ অক্টো. ১৯৯৯
সুনিল গাভাস্কার    ২০৫    ওয়েস্ট ইন্ডিজ    ১ ডিসে. ১৯৭৮
মনসুর পাতৌদি    ২০৩*    ইংল্যান্ড    ৮ ফেব্রু. ১৯৬৪
বিরাট কোহলি    ২০০*    ২১ জুলাই ২০১৬
*রিপোর্টটি লেখা পর্যন্ত ব্যাট করছিলেন কোহলি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন