শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নতুন শনাক্ত ১১জন:মোট আক্রান্ত ৩৮৬

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১১:২৩ এএম

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ঘন্টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ আরও ১১জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬জনে। নতুন ১১জনের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছে জিনজিরা ইউনিয়নের হাউলিসহ ৫জন, আগানগর ইউনিয়নের আমবাগিচায় ২জন, কালিন্দী ইউনিয়নের পূর্বচড়াইলে ১জন, শুভাঢ্যা ইউনিয়নে ১জন, কোন্ডা ইউনিয়নের দোলেশ্বরে ১জন। এতথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন। এদিকে কেরানীগঞ্জের উপজেলা প্রশাসনের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এবং কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের অনেক কাজের গতি কমে গেছে। এছাড়া এখনো উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা যারা এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন তারাও রয়েছেন চরম করোনা আতংকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন