শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে নতুন করে মৎস কর্মকর্তা কোভিড-১৯ সনাক্ত

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১:৪৫ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায়  নতুন করে মৎস কর্মকর্তা  কোভিড-১৯ সনাক্ত।এতে স্বাস্হ্য বিভাগের ৩জন , সহ ৫জনের কোভিড-১৯ সনাক্ত হয়েছে।নতুন সনাক্তকৃত উপজেলা মৎস কর্মকর্তার নাম মোঃ আবুল বাসার। আজসোমবার  বেলা ১ টায়  মুঠো ফোনে জানতে চাইলে রাজাপুর উপজেলা স্বাস্হ্য ও প,প  কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল মুঠো ফোনে এ তথ্য প্রদান করেন। তিনি আরও জানান- আজকের উপজেলা পরিষদ থেকে ১০-১৫   জনের নমুনা নেয়া হচ্ছে। এ নিয়ে ১৭৭ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের মধ্যে ১৫০জনের রিপোর্ট নেগেটিভ, ৫ জনের পজেটিভ রিপোর্ট আসছে। ২৭জনের রিপোর্ট  আসেনি ।এরা  চট্রগ্রাম, ঢাকা -নারায়নগন্জ থেকে আসা ১২০জন হোমকোয়ারেন্টারে রাখা হয়েছে । রাজাপুর উপজেলার সরেজমিনে  গিয়ে   মোট ১৭৭জনের নমুনা নিয়ে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।আজ পর্যন্ত ৫ জনের কোভিট -১৯ সনাক্ত হয়েছে। তিনি আর ও জানান তার জানা মতে রাজাপুরে ৫জন কোভিট -১৯ সনাক্তকৃত করোনা রোগী সকলে সুস্হ্য,এর মধ্যে হোসনেয়ারা নিরু সিনিয়র নাসের ১৪ দিন পরে টেস্টে পাঠানোর পর তার রিপোর্ট নেগেটিভ আসছে।কাজে ফেরার জন্য তার নমুনা দ্বিতীয বারে নিশ্চিতের জন্য নমুনা নেয়া হয়েছে,আর একজন অফিস স্টাফ মোঃ মামুন তার ও রিপোর্ট ১৪ পর গতকাল  নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।সাতুরিয়া মিয়াবাড়ি জনৈক করোনা আক্রান্ত এলাকা ১০ টি পরিবার লক ডাউনে রাখা হয়েছে। নতুন করে একজন রাজাপুর উপজেলা মৎস কর্মকর্তা কোভিড-১৯ সনাক্ত হয়েছে গতকালের রাতের প্রাপ্ত রিপোর্টে। তাদের সকলের অবস্হা ও ভাল । কেহ আইসোলেশনে নেই।মৃত নেই।আমরা মৎস কর্মকর্তার সাথে যারা কাজ করেছেন তাদের নমুনা নিয়ে আইইসিডিআরএ পাঠানো হচ্ছে। সকলকে স্বাস্হ্য বিধি ও সামাজিক দুরত্ব সহ সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান হয় ।আমরা এখনও ভাল আছি
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন