বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

একই স্থানে আওয়ামী লীগ ও জাপার সমাবেশ

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমাবেশকে কেন্দ্র করে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকালে প্রশাসন এ নির্দেশ জারি করেন। প্রশাসনের এ নির্দেশের কারণে সেখানে সমাবেশ করেনি জাতীয় পার্টি। তবে আওয়ামী লীগের কয়েকজন জড়ো হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যায়। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করে।  
খোঁজ নিয়ে জানা গেছে, চুন্টা ইউনিয়ন পরিষদের একটি ভবন উদ্বোধন উপলক্ষে পরিষদের সামনে সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। ওই সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। প্রায় এক সপ্তাহ ধরেই এর প্রস্তুতি চলে। অন্যদিকে একইস্থানে ও একই সময়ে জঙ্গীবিরোধী সমাবেশের ডাক দেয় স্থানীয় আওয়ামীলীগ। এতে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়। গত দু’দিন এ বিষয়ে এলাকায় মাইকিং করানো হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা বিকেল পাঁচটার দিকে জানান, পরিস্থিতি বিবেচনায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এ কারণে কোনো পক্ষই সমাবেশ করতে পারবেন না। তবে একটি পক্ষ ১৪৪ ধারা ভাঙ্গার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন