শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইংল্যান্ডের ব্লাকবার্নে গুলিবিদ্ধ হয়ে যুবতীর মৃত্যু

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৯:২৭ এএম

ইংল্যান্ডের ব্লাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে গুলিবিদ্ধ হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় সলফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি সন্দেহভাজন গাড়ী থেকে গুলি করা হয়। সে তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিলো।

রবিবার (১৭মে ) দিনের বেলা তিনটায় আয়া হাশেম (১৯) নামক লেবানিস বংশোদ্ভুত এই যুবতীকে গুলি করা হয়। সে স্থানটি তার ঘর থেকে প্রায় ১মাইলের কম দূরত্ব হবে।

পুলিশ এঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারনা ওয়েলিংটন রোড়ে যে গাড়ী থেকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ী ব্যবহার করা হয়েছিলো। গাড়ীটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ল্যাংকাশায়ার পুলিশ প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা কামনা করেছে।

আয়ার পিতা ইসমাইল মেয়েকে হারিয়ে বলেছেন, আমার বড়ে মেয়ে বেশ সাহসী ছিলো। ৪ সন্তানের এই পিতা ফেইসবুকে আইনজীবী আয়া ইসমাইল হাসেম এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তিনি লিখেন হে আল্লাহ আমাদের ধৈর্য ও সান্ত¦না দাও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন