শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনার ল্যাবে সাংবাদিকসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মে, ২০২০, ৯:৪৯ পিএম

খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ঝিনাইদহের একজন সাংবাদিকসহ আরও ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন খুলনার, ঝিনাইদহের একজন ও নড়াইলের তিনজন। আর মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩২টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে তিনজন খুলনা জেলার বাসিন্দা। একজন ঝিনাইদহের ও বাকি তিনজন নড়াইল জেলার।
তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে একজন ঝিনাইদহ জেলার সাংবাদিক (৪৪) রয়েছেন।
খুলনায় আক্রান্ত তিনজন হলেন- মেডিকেল কলেজ এলাকার ডাক্তার কলোনীর ৪৪ বছরের এক ব্যক্তি, তিনি ঢাকা থেকে এসেছেন। বটিয়াঘাটার হাটবাটি ফুলবাড়ি এলাকার ২৪ বছরের যুবক, তিনি গার্মেন্টস কর্মী, নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দাকোপের আমতলী গ্রামের ২২ বছরের এক যুবক। তিনিও গার্মেন্টস কর্মী, নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন