শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছাত্রদলের কর্মসূচিতে বাধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ২:০৩ পিএম

শিক্ষার্থীদের টিউশন ফি-বেতন মওকুফ, অনলাইনে ক্লাস-পরীক্ষা বাতিলসহ কয়েকটি দাবি জানিয়েছে ছাত্রদল। এসব দাবি সম্বলিত একটি স্মারকলিপি বুধবার (২০ মে) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ শিক্ষা সচিব বরাবরে প্রদান করতে যান। কিন্তু স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ ব্যাপকভাবে বাধা প্রদান করে। স্মারকলিপি হস্তান্তর জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ তা অগ্রাহ্য করে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্মারকলিপি হস্তান্তরে পুলিশের বাধাকে চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন