শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় লিগ্যাল নোটিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০২ এএম

করোনা-কালে শ্রমিক-কর্মচারিদের স্বাস্থ্য রক্ষায় লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ নোটিস দেন। নোটিসে গার্মেন্টস ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ঈদের ছুটি না দেয়ারও আর্জি জানানো হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী সুনির্দিষ্ট শ্রমিকের জন্য (৩০ থেকে ১০০ জন) একজন করে ডাক্তার নিয়োগের অনুরোধ জানানো হয। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিস পাঠানো হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, নোটিসে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রমিকদের স্বাস্থ্য সু-রক্ষায় দেশের সব গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু এ নোটিসে কোনো সময়সীমা বেধে দেয়া হয়নি।তবে পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন