বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘বাঁধ ভাঙার খবর এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১২:০২ এএম

ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভাঙার কোনো খবর এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
গতকাল বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে আমফান পরিস্থিতি নিয়ে জরুরি সভায় তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, নদী ভাঙ্গন ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক খবরের জন্য সকল ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। আমফানের ক্ষয়ক্ষতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সকলকে মাঠে থেকে সর্বাত্মক কাজ নিশ্চিত করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।
দুর্যোগ প্রস্তুতির কথা তুলে ধরে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আমফানে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য উপকূলীয় জেলাগুলোতে সতকর্তা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে গত ১৭ মে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমফান স্থল নিম্নচাপ হয়ে বাংলাদেশকে উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করবে। তাই ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে যা ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার নদীর পানি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।

ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যার নম্বর- ০১৩১৮২৩৪৫৬০। এছাড়া মাঠ পর্যায়ের সর্বশেষ পরিস্থিতি জানতে মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ ও নিবিড় পর্যবেক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Miah Adel ২১ মে, ২০২০, ৪:১১ এএম says : 0
It is difficult to fix a broken dyke during water surging.
Total Reply(0)
Miah Adel ২১ মে, ২০২০, ৮:৩৭ এএম says : 0
It is difficult to fix a broken dyke during water surging.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন