বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে লাইলাতুল কদর পালিত

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মে, ২০২০, ১০:১২ পিএম

ইবাদত, বন্দেগি, জিকির-আজগর, পবিত্র কোরআন তিলাওয়াত ও দান খয়রাতের মধ্যদিয়ে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বারো আউলিয়ার চট্টগ্রামে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। মহিমান্বিত এ রজনীতে মানুষ মহান আল্লাহর দরবারে দেশ-জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে মোনাজাত করেন। নগরীর মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত বন্দেগি করেন মুসল্লিরা। বাসা বাড়িতেও ইবাদত বন্দেগিতে ব্যস্ত ছিলেন নগরবাসী। মা, বাবা ও মুরব্বিদের কবর জেয়ারত করেন মুসল্লিরা। অনেকে দান খয়রাত করেন। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ, বায়তুশ শরফ মসজিদ, এনায়েতবাজার শাহী জামে মসজিদসহ নগরীর সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন