বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড়সহ বালা-মুসিবতে আল্লাহর উপর ভরসা করুন -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২০, ১১:৩৬ পিএম

ঘূর্ণিঝড়সহ বিপদ আপদ বালা-মুসিবতে ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। আজ এক অডিও বার্তায় পীর সাহেব চরমোনাই ঘূর্ণিঝড় আম্ফান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য একধরণের সর্তকবার্তা।
তিনি কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, জলে স্থলে যত বিপর্যয় বা দুর্যোগ তা মানুষের কৃতকর্মের ফল। কাজেই এধরণের দুর্যোগে তওবা করা এবং বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাওয়া উচিত। পীর সাহেব চরমোনাই বলেন, একদিকে করোনাভাইরাস অপরদিকে ঘূর্ণিঝড়। তিনি এ সকল বিপদে ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর উপর ভরসা করে করে বেশি বেশি তওবা ইস্তিগফার এবং দোয়া করার জন্য সকলের প্রতি আহŸান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন