শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরাইলে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ২:৪৮ পিএম

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছে। এসময় ৭টি বাড়ি ভাংচুর ও ২ ঘরে অগ্নিসংযোগ করে দাঙ্গাবাজরা। স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের আড়ি মিয়ার বাড়ির প্রায় ৫০টি পরিবার তাদের যাতায়াতের জন্য কোন রাস্তা না থাকায় স্বপন মিয়ার বাড়িরর আব্দুল হকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করে। এ ঘটনায় তাদের মাঝে দীর্ঘ ৫ বছর ধরে বিরোধ চলে আসছিল। রাস্তা নিয়ে বেশ কয়েকটি সালিশ সভাও হয়। বৃহস্পতিবার গভীর রাতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার সর্দারগন তাদেরকে নিভৃত করে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্য দুলাল মিয়াসহ এলাকার সর্দারগন সালিশ সভায় বসে। সালিশের এক পর্যায়ে সকাল ৯টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে ৪০জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আজিজ, মুসা মিয়া, জাকির মিয়া, জুয়েল মিয়া, জুয়েল হোসেন, আব্দুর রউফ, আবু বক্কর, আক্তার হোসেন, কুদ্দুস মিয়া, কবীর হোসেন কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা ইব্রাহিম মিয়া, জোহরা খাতুন, আক্তার মিয়া, মলাই মিয়ার বর্জু মিয়ার বাড়িঘর ভাংচুর চালায় এবং আক্তার হোসেনের বাড়িতে আগুন দেয় দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন