বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫ আগস্টের সিদ্ধান্ত থেকে সরে আসলেই আলোচনা : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৮ এএম

ভারত যদি জম্মু-কাশ্মীর অঞ্চল নিয়ে গত বছর ৫ আগস্ট ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসে, তবেই কেবল দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে বলে ইংগিত দিয়েছে পাকিস্তান। অধিকৃত জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করে অঞ্চলটি নিজ ভূখন্ডের সঙ্গে একীভূত করে ৫ আগস্ট প্রেসিডেন্টের ডিক্রি জারি করে ভারত। তখন থেকে মুসলিম প্রধান হিমালয়ান অঞ্চলটি লকডাউনের মধ্যে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের একতরফা এই সিদ্ধান্ত প্রতিবেশী দুই দেশের মধ্যে এযাবতকালের সবচেয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। তবে পাকিস্তান প্রধানমন্ত্রীর নিরাপত্তাত উপদেষ্টা ড. মুইদ ইউসুফ বৃহস্পতিবার বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবগুলো মেনে নেয়া। আর, কোন অর্থবহ আলোচনা অনুষ্ঠিত হতে হলে ভারতকে আগে ২০১৯ সালের ৫ আগস্ট নেয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন