শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গরীব ও দুঃস্থ মানুষের পাশে অরুণোদয়ের তরুণ দল ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১১:০৯ পিএম | আপডেট : ১১:১২ পিএম, ২২ মে, ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সমগ্র বিশ্ব এখন গৃহবন্ধী। জীবন বাঁচাতে গিয়ে সকল শ্রেনীর মানুষকে কর্মহীন ও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ফলে দিনদিন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত গরীব-দুঃস্থ মানুষের খাদ্য সংকট বেড়েই চলছে। করোনাকালে এ সকল ভুক্তভোগী দরিদ্র অসহায় জনগোষ্ঠীকে খাদ্যসামগ্রী উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করে উত্তরা ক্লাব।

আজ বৃহস্পতিবার (২১ মে) উত্তরা ক্লাবের কার্যালয়ে ১০০টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অরুণোদয়ের তরুণ দল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। ক্লাবের চেয়ারম্যান জনাব তারিকুর রহমান (মিলান) এর নিকট ১০০টি দুঃস্থ পরিবারের নামীয় তালিকা হস্তান্তরের মাধমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। তালিকা হস্তান্তর করেন অরুণোদয়ের তরুণ দল ফাউন্ডেশনের চীফ টেকনিক্যাল এডভাইজার (রিলিফ) জনাব শাকিল রানা স্বাধীন। পরবর্তীতে তালিকানুযায়ী সকলের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে প্রাথমিকভাবে অর্ধসহস্রাধিক পরিবারকে উপহার সামগ্রী পৌছে দেয়ার জন্য উত্তরা ক্লাবের এ মহতী উদ্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় অরুণোদয়ের তরুণ দল ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমির আহমেদ, তানভীর রহমান, রাজিয়া শহীদ, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আজিজুল হক, এডমিন (মেম্বারস অ্যাফেয়ার্স) আমিনুল ইসলাম অমি, অরুণোদয়ের তরুণ দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম জসীম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন