বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পিপিই’তে নার্স বরখাস্ত!

নিউইয়র্ক পোস্ট | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১২:০৮ এএম

অন্তর্বাসের উপর একেবারে হালকা পিপিই পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করে বরখাস্ত হয়েছেন রাশিয়া একটি হাসপাতালের একজন নার্স। তবে ওই নার্সের সমর্থনে কথা বলছেন সে দেশের চিকিৎসকরা। একজন রাজনীতিবিদও নার্সের সমর্থনে মুখ খুলেছেন।
ইউনাইটেড রাশিয়া পার্টির একজন নেতা রাশিয়ার স্থানীয় দৈনিক কমসোমোলস্কায়া’কে বলেন, শৃঙ্খলা ভঙ্গের কোনো নীতি এক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না। ওই নার্সকে কোনো ধরনের সাজা দেওয়া ঠিক হবে না। আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করছি।
জানা গেছে, নার্স নাদিয়া (২৩) কাজ করতেন তুলা রেজিওনাল ক্লিনিক্যাল হসপাতালে। তাকে বরখাস্ত করা হয়েছে হাসপাতালের নির্দেশিত পোশাক ব্যবহার না করার কারণে। তবে নাদিয়ার দাবি, পিপিই পরা অবস্থাতেও অন্তর্বাস দেখা যাওয়ার বিষয়টি তিনি কল্পনা করতে পারেননি। তাকে যে হট দেখাবে, সেটাও তিনি আগে ভাবতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি সেই কৈফিয়ত দিয়েছেন।
রাশিয়ার হাসপাতালগুলোর চিকিৎসকদের প্রধান ডা. অ্যানেসতাসিয়া ভাসিলেভা মনে করেন, নাদিয়া মহামারির বিরুদ্ধে লড়ছে। আর তার পরে থাকা গাউনে সমস্যা রয়েছে। সে কারণে তিনি মনে করেন, পিপিই’র পোশাক কোনোভাবেই স্বচ্ছ হবে না। আর এই গাউন অন্য কোনো সূতা দিয়ে তৈরি। সে কারণে তার অন্তর্বাসের দিকে না তাকালেও চলবে। তাকাতে হবে তার গাউনের দিকে। এটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়নি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
তাসফিয়া আসিফা ২৩ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
এসব বেহায়া নির্লজ্জ মহিলাদের জন্যই তো করোনা বাইরাস এসেছে। ছি--নোংরা কোথাকার।
Total Reply(0)
কাজী হাফিজ ২৩ মে, ২০২০, ১:২৮ এএম says : 0
শুধু বরখাস্ত না আরও কঠিন শাস্তি দিতে হতো। সমাজ নষ্টের মূল, শয়তানের গুরু।
Total Reply(0)
তরুন সাকা চৌধুরী ২৩ মে, ২০২০, ১:২৯ এএম says : 0
আমাদের প্রকাশ্য অশ্লীলতার জন্যই আজ মহামারি পাঠানো হয়েছে, এই দুর্যোগেরও শিক্ষা হলো না মানুষের।
Total Reply(0)
জাহিদ খান ২৩ মে, ২০২০, ১:৩০ এএম says : 0
এসব বেয়াদিব মহিলা উলঙ্গ থাকতে ইচ্ছে করলে বাড়িতে থাকবে, নার্স গিরি করতে বলেছে কে।
Total Reply(0)
Md.jahir uddin akand ২৩ মে, ২০২০, ৮:৩৪ এএম says : 0
চিন্তিত
Total Reply(0)
Dr bilkis mahmuda ২৪ মে, ২০২০, ২:৩২ পিএম says : 0
She is doing now a Nobel job so it is unjustified
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন