বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে আক্রান্ত দেড় হাজারে দাঁড়ালো , শনাক্ত আরো ১৬১জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ৮:৫৩ এএম | আপডেট : ৯:৩৪ এএম, ২৩ মে, ২০২০

চট্টগ্রামে আরো ১৬১ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহানগরী এলাকায় ১২৯ এবং বিভিন্ন উপজেলার ৩২ জন। এতে
আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজারে দাঁড়ালো।

শুক্রবার তিনটি ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৬১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান,
বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৪৭টি। এর মধ্যে ৩৭ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। চট্টগ্রাম জেলার ৩৭ জনের মধ্যে ২৭ জন মহানগরী এলাকার এবং বাকি ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে ১০০ জনের। এর মধ্যে মহানগরী এলাকার ৯২ জন এবং বিভিন্ন উপজেলার আটজন আছেন।

অপরদিকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের
ল্যাবে এদিন নমুনা পরীক্ষা করা হয় মোট ৮৯ জনের। করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ২৫ জনের । এর মধ্যে পুরনো একজন রোগীর নতুন করে করোনা পজেটিভ এসেছে। সে হিসেবে শনাক্ত রোগী হবে ২৪ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কারও করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের হিসেবে, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৭৯ জনে। মারা গেছেন ৫০জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন