শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুমেকের ল্যাবে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২০, ১০:১৯ এএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে পুলিশ সদস্য-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন খুলনার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন রয়েছেন। গতকাল শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৮৮টি। এদের মধ্যে মোট ১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার চারজন খুলনা জেলার, বাগেরহাটের ছয়জন ও সাতক্ষীরার দুইজন।
তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া চারজনের মধ্যে একজন খুলনা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলোজিস্ট, একজন পুলিশ সদস্য (৪১) যিনি ফুলতলা উপজেলার আটরা এলাকার বাসিন্দা, একজন ইস্টার্ন জুট মিলের কর্মকর্তা (৪২) ও একজন দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা (৫৫)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন