বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরলে প্রথম করোনা বিজয়ী নারী সালেহা আক্তারকে ফুলের শুভেচ্ছা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ১:২২ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার প্রথম করোনা বিজয়ী নারী সালেহা আক্তার (৩৫)। তিনি বিরল উপজেলার চক কাঞ্চন বাইসা পাড়া এলাকার বাসিন্দা এবং বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী হিসাবে কর্মরত আছেন।

গত ০৮/০৫/২০২০ ইং তারিখে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করে তার কোভিট-১৯ পজেটিভ আসে। এরপর তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে বিরল উপজেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ববোধানে চিকিৎসা নিচ্ছিলেন । গত ১৮/০৫/২০২০ এবং ২০/০৫/২০২০ তারিখে তার সংগৃহীত নমুনার ফলাফল কোভিড-১৯ নেগেটিভ আসে। ফলে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার বাসায় উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করোনা মুক্তির সনদ পত্র, ফুলেল শুভেচ্ছা এবং সমাজসেবা অধিদপ্তেেরর পক্ষ থেকে উপহার সামগ্রী তাকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বৈশাখী, বিরল করোনা ফোকাল পারসন ডা. মো. সামিউল ইসলাম সবুজসহ প্রমূখ।

করোনা ফোকাল পার্সন ডা. মো. সামিউল ইসলাম সবুজ জানান, এ পর্যন্ত বিরল উপজেলার অধিবাসীদের মধ্যে মোট ১৫ জনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বাকি ১০ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎস্যা নিচ্ছেন। সুস্থ হয়েছেন ০১জন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন