শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রাম হবে ব্যবসা পর্যটনবান্ধব নৈসর্গিক নগরী - চসিক মেয়র

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বন্দর নগরী চট্টগ্রাম হবে ব্যবসা ও পর্যটনবান্ধব নৈসর্গিক নগরী। আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রামকে তিলোত্তমা নগরী ও আধুনিক বিশ্বমানের নগরীর শ্রেণউতে উন্নীত করা হবে। ক্লিন ও গ্রিন সিটির ভিশন ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এডিপির অর্থায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে গত শুক্রবার নগরীর ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ধুমপাড়া সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচনকালে মেয়র এসব কথা বলেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে মেয়র বলেন, চসিক ত্রি-বার্ষিক পরিকল্পনার আওতায় নগরীর সব রাস্তা পিচঢালাই এবং আরসিসি ঢালাই রাস্তায় উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে।
এ সময় স্থানীয় কাউন্সিলর হাজী জয়নাল আবদীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন