শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনীতি

তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) মাঝে বিএনপি নেতা বকুলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৭:৩৫ পিএম

করোনা সংক্রমণে লকডাউনে মহানগরী খুলনায় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গৃহবন্দী নিম্ন আয়ের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রোববার বিকাল ৪টায় দৌলতপুর থানার অন্তর্গত আঞ্জুমান বিদ্যালয় প্রাঙ্গনে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং খুলনা-৩ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে খুলনা-৩ আসনের খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার সকল তৃতীয় লিঙ্গের (হিজড়াদের) মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনা-৩ আসনের নিম্ন আয়ের সকল শ্রেণী, পেশার মানুষের জন্য দল, মত, ধর্ম নির্বিশেষে দেশের এই দুঃসময়ে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল তাদের পাশে দাড়িয়েছেন। ইতিমধ্যে খুলনা-৩ আসনের ১৫টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নে দফায় দফায় প্রায় ৭৫০০নিম্নবিত্ত পরিবারের মাঝে খুলনা-৩ আসনের বিএনপির অভিভাবক রকিবুল ইসলাম বকুল দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় মানবিক উপহার নিয়ে পাশে দাড়িয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি স ম আব্দুর রহমান, দৌলতপুর থানা বিএনপিসাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, কাজী নেহিবুল হাসান নেহিম, রুবায়েত হোসেন বাবু, আরব আলী সরদার, খবির উদ্দিন, মিজানুর রহমান, মাসুদুর রহমান রানা, ইন্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, রিয়াজ শাহেদ, আঃ রাজ্জাক, লিটন খন্দকার, এম,এম জসিম, খোসনুর রহমান জনি, শেখ মোঃ নাজিম, আল আমিন সরদার রতন, হেদায়েতুল্লাহ দিপু, মোঃ আল আমিন লিটন, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, আসাদ, নাসির হাওলাদার, মোঃ মিন্টু, সুমন খান, সোহেল, ইব্রাহিম, আশিক, সোনা মিয়া, সানি, মিরাজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন