শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় সুস্থ হলেন ১০৭ বছরের বৃদ্ধা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ৯:৫০ এএম

করোনায় এবার এক নতুন রেকর্ড। ইরানে ১০৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সুলতানা আকবরী নামের ওই বৃদ্ধা নিজে তো সুস্থ হয়েছেন।

ইরানের আরাক শহরের ঘটনা এটি। দিনকয়েক আগেই ওই এলাকার খানসারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে সংক্রমণ রয়েছে প্রমাণ পেয়েই চিকিৎসকরা তাকে আইসোলেশানে নিয়ে যান। সম্পূর্ণ আইসোলেশানে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন আকবরী।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, পুরনো খাদ্যাভ্যাসের কারণে আকবরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হার মানাবে ২৫ বছরের যুবককেও।

অবশ্য স্রেফ আকবরীই নন, এর আগেও তেহরান থেকে ১৮০ তকিলোমিটার দূরে সেমনান নামক এক হাসপাতালে সেরে উঠেছিলেন ১০৩ বছর বয়সী এক ইরানীয় নারী। সেরে উঠেছেন ৯১ বছর বয়সী বৃদ্ধও, তাঁর হাঁপানিও ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবদুর রহিম ২৬ মে, ২০২০, ১০:০২ এএম says : 0
আমাদের ঐ সম্মানিতা দাদুর কি খাদ্যাভাসটি ছিল? জনালে কৃতঘ্ন থাকবো----+
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন