বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে ২০০ বেডের আইসোলেশন হাসপাতাল করছে জেলা প্রশাসন

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১০:১১ এএম

কক্সবাজারে দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হোটেল ভাড়া নিয়ে ২০০ বেডের করোনা আইসোলেশন হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা সনাক্ত রোগীদের ঘরবাড়িতে আইসোলেশন রাখা হলে তারা নিয়ম না মেনে বাইরে ঘুরাফেরা করে থাকে। এতে আশপাশের অন্যদের সংক্রমনের আশঙ্কা সৃষ্টি করে।

তাই আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ আইসোলেশনে রাখার জন্য জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কক্সবাজার হোটেল মোটেল জোনে এবং ইনানীতে হোটেল ভাড়া নিয়ে ২০০ ব্যডের আইসোলেশন হাসপাতালের চিন্তা করা হয়েছে।

সপ্তাহ দশ দিনের মধ্যে এই হাসপাতাল গড়ে তোলা সম্ভব হবে বলেও জেলা প্রশাসক জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন