বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে ঈদের দিনেও এক গ্রামবাসীকে হত্যা করল রোহিঙ্গা ডাকাতরা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১১:২৫ এএম

টেকনাফে ঈদের দিনে আরো এক গ্রমবাসীকে হত্যা করল রোহিঙ্গা ডাকাতরা। ২৫ মে সোমবার ঈদের দিন সকালে আন্জুমান পাড়া খান থেকে আব্দুর রশীদ সাদেক নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

জানা গেছে, বিগত মাসখানেক আগে মিনাবাজার এলাকা থেকে ৬ গ্রামবাসীকে অপহরণ করেছি রোহিঙ্গা ডাকাতরা । তাদের ৩ জনকে ছেড়ে দিয়ে অন্য তিনজনের ব্যাপার ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল তারা।

মুক্তিপণ না পেয়ে ইতোমধ্যে তারা দুইজনকে হত্যা করে। অপরজন ইদ্রীসকে নিয়ে হোয়াইক্যং এর কাটাখালী এলাকা চিংড়ি ঘেরে ডাকাতি করতে আসে। তখন আব্দুর রশীদ তাদের বাধা দেয়।

এসময় ইদ্রীস কৌশলে পালিয়ে গেলেও ডাকাতরা আব্দুর রশীদকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে। তার নাকে মুখে আঘাতের চিহ্ন দেখাগেছে বলে জানা গেছে।

আব্দুর রশীদ পূর্ব কাটাখালী মিয়া হোছনের ছেলে বলে জানা গেছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পুলিশ আজ (২৫ মে) সকালে তার লাশ উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন