বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদের দিনেও করোনা শনাক্ত করণে কাজ করছে শাবির পিএসিআর ল্যাব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ৪:৫৮ পিএম

করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্তকরণ ঈদের দিনও চালু রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাব। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আমরা করোনা শনাক্তকরণ টিম দেশের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করেছি ঈদের দিনও চালু রাখবো ল্যাব সহ সকল কার্যক্রম। ল্যাবে প্রতিদিন ১৮জনের একটি টিম নিয়মিত কাজ করছে। পরিকল্পনা আছে কাজে গতি আনয়নে এই টিমকে ভাগ করে ডাবল শিফ্টে পরিচালনা করারবল্ওে জানান তিনি।’
অধ্যাপক শামসুল হক জানান, ল্যাবে করোনা শনাক্তকরণে যারা কাজ করছেন তাদের থাকা, খাওয়া, পরিবহনসহ স্বাস্থ্যগত সব নিরাপত্তার বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছেন। ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে আমাদের এই টিমের লোকজনের থাকার জন্য ১২টি রুম বরাদ্দ দেওয়া হয়েছে।’ শাবির এই ল্যাবে প্রতিদিন প্রায় ১০০ জনের পরীক্ষা করা হয় নমুনা জানিয়ে অধ্যাপক শামসুল হক প্রধান বলেন, কিটের কোনো সংকট নেই তাদের ল্যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন