শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে ব্রাজিলের নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করলো হোয়াইটহাউজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ৭:৩৫ পিএম | আপডেট : ৮:১০ পিএম, ২৫ মে, ২০২০

ব্রাজিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ১৪ দিনে শারীরিক দূরত্ব বজায় না রেখে স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন, এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইটহাউজ। -সিএনএন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক ঘোষণায় বলেন, গত ১৪ দিন ব্রাজিলে উপস্থিত ছিলেন এমন অভিভাসী বা অন্যকেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এসিদ্ধান্ত নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থে। রোববার সন্ধ্যা পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে যায়। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে, ব্রাজিল এখন দ্বিতীয় বৃহত্তম করোনা আক্রান্ত দেশ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকানি বলেন, এধরনের বিধিনিষেধ ব্রাজিল থেকে কেউ যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ঘটাতে না পারে, সে ব্যাপারে সাহায্য করবে। তবে দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে এধরনের ভ্রমণ বিধিনিষেধ কার্যকর হবে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন