শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঈদের নামাজ আদায়ে ধর্ম প্রতিমন্ত্রীর আন্তরিক ধন্যবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ১০:৫১ পিএম

সরকারি নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করায় সকল মুসল্লি, ইমাম, খতীব ও মসজিদ কমিটির কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোটে শেখ মো. আব্দুল্লাহ।
এক বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশের মানুষের সার্বিক স্বাস্থ্য নিরাপত্তা ও ঝুঁকির বিষয় বিবেচনা করে সরকার খোলা মাঠে বা ঈদগাহের পরিবর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য নির্দেশনা জারি করেছিল। দেশে জনগণ এ বিষয়ে অত্যন্ত সচেতনতার সাথে আজ ঈদের নামাজ আদায় করায় আমরা মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আল্লাহপাক বাংলাদেশসহ গোটা বিশ্ব থেকে এই প্রাণঘাতী মহামারী থেকে আমাদের মুক্তি দেবেন। আমীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন