মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৯:৪২ এএম

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ নিলুফার মঞ্জুর ইন্তেকাল করেছেন । তিনি দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

আজ ২৬ মে, মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের।

তিনি বলেন, ‘আমরা সবাই আসলে খবরটা পেয়ে ভেঙে পড়েছি। বাকি বিষয়গুলো পরে আপনাদের জানানো হবে।’

তার স্বামী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২৩ মে, শনিবার রাতে সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী নিলুফার মঞ্জুরের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন তাদের পুত্র সৈয়দ নাসিম মঞ্জুর। এর তিন দিনের মাথায় তার মায়ের মৃত্যু হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
লোকমান ২৬ মে, ২০২০, ১১:২৯ এএম says : 0
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন