মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৭৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৯:৪৪ এএম

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ আরও ১৭৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষায় এ ১৭৯ জনের করোনার সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের চারটি ল্যাবের মধ্যে দুটিতে ঈদুল ফিতরের ছুটিতে নমুনা পরীক্ষা হয়নি। এগুলো হচ্ছে, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার মেডিকেল কলেজ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা সেখ ফজলে
রাব্বি বলেন, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। সেখানে একটিতেও করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে মহানগরীর ১৬৭ জন ছাড়াও পটিয়া উপজেলায় পাঁচ জন, সাতকানিয়ায় এক জন, আনোয়ারা, চন্দনাইশ ও হাটহাজারীতে দুই জন করে আছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ১৭৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তুষার আহমেদ ২৬ মে, ২০২০, ১১:২৪ এএম says : 0
খুবই উদ্বেগের বিষয়
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন