শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সউদী আরবে পুরুষ গৃহকর্মী সিঙ্গেল ভিসা স্থগিত

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

পুলিশ ক্লিয়ারেন্সের জটিলতায় মহিলা গৃহকর্মীর ভিসা শূন্যের কোটায়
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে ‘সিঙ্গেল’ (অবিবাহিত অথবা ব্যাচেলর থাকেন এমন) পুরুষ গৃহকর্মীদের ভিসা দেয়া সাময়িক স্থগিত করেছে সউদী আরব। যাদের এমন গৃহকর্মী প্রয়োজন তারা যেন অন্য কোনো দেশ থেকে তাদের চাহিদা মেটানোর চেষ্টা করেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
আরব নিউজে বলা হয়, বাংলাদেশ থেকে ‘সিঙ্গেল’ পুরুষ গৃহকর্মীর জন্য অস্থায়িভাবে ভিসা দেয়া স্থগিত করেছে সউদী আরবের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়। এমন গৃহকর্মীর চাহিদা মেটাতে সউদী আরবের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে ‘মোসানেদ’ ওয়েবসাইটের মাধ্যমে অন্য দেশ থেকে শ্রমিক খুঁজে নিতে। তবে অন্য দেশ থেকে পুরুষ গৃহকর্মী নেয়ার অনুমতি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত এবং তা নির্ভর করে যিনি নিয়োগ দেবেন তার বৈবাহিক অবস্থার উপর। এর আগে বাংলাদেশি নন এমন ‘সিঙ্গেল’ পুরুষ গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয় তিনটি ক্যাটেগরি করে দেয়। তাতে ড্রাইভার, গৃহস্থালির কাজ ও নার্সের মতো পদে পুরুষ নিয়োগের অনুমতি দেয়া হয়। অন্যদিকে ‘সিঙ্গেল’ নন এমন বাংলাদেশি পুরুষকে গৃহকর্মে নিয়োগের অনুমতি দেয়া হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খাইল বলেছেন, অন্য গ্রুপের শ্রমিকদের অগ্রাধিকার দেয়ার জন্য বাংলাদেশি সিঙ্গেল পুরুষদের নিয়োগ স্থাগিত করা হয়েছে। বাংলাদেশি পুরুষদের নিয়োগ করতে চান এমন অবিবাহিত সউদী নাগরিকরা বলেছেন, তারা বারবার এমন শ্রমিক নিয়োগের জন্য আবেদন করেছেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্য দেশের শ্রমিক খুঁজে নিতে। প্রায় আট বছর বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ রাখার পর গত বছর মন্ত্রণালয় বাংলাদেশী নারী ও পুরুষদের সউদী আরবে গৃহকর্মে নিয়োগের অনুমতি দেয়া মন্ত্রণালয়। এ নিয়ে বায়রার একজন শীর্ষ পর্যায়ের নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে আগামীকাল অফিস খুললে এ ব্যাপারে খোঁজখবর নিব। সউদী আরবে এক শ্রেণীর বাংলাদেশী দালাল সউদী নাগরিকদের কাছ থেকে উল্লেখিত বিনা মূল্যের সিঙ্গেল পুরুষ গৃহকর্মীর ভিসা জনপ্রতি ২০ হাজার ২৫ হাজার সউদী রিয়াল দিয়ে কিনে ফেলেছে। এ যাবৎ প্রায় ৪০/৫০ হজার সিঙ্গেল পুরুষ গৃহকর্মীর ভিসা চড়া দামে কিনে ৬/৭ লাখ টাকা বিক্রির জন্য অপেক্ষায় রয়েছে। সউদী সরকার সিঙ্গেল পুরুষ গৃহকর্মীর ভিসা স্থগিত করায় এসব দালালদের এখন মাথায় হাত পড়েছে। বায়রার একজন কর্মকর্তা একথা বলেন। এদিকে, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জটিলতার কারণে ঈদের ছুটির পরে ঢাকাস্থ সউদী দূতাবাসে মহিলা গৃহকর্মীর ভিসার জন্য পাসপোর্ট জমা শূন্যের কোটায় নেমে এসেছে। সউদী আরব গমনেচ্ছু মহিলা গৃহকর্মীরা ডিজিটাল পাসপোর্ট বানানোর সময়েই পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে পাসপোর্ট হাতে পাচ্ছে। এসব মহিলা গৃহকর্মীরা সউদী আরবে বিনা খরচে যাওয়ার সময়ে পুনরায় পুলিশ ক্লিয়ারেন্সের শর্তজুড়ে দেয়া মহিলারা স্ব স্ব থানায় ধর্ণা দিয়ে দ্বিতীয় দফা পুলিশ ক্লিয়ারেন্স যোগাড় করতে পারছে না। এতে সউদী আরবে মহিলা গৃহকর্মী নিয়োগে বিপর্যয়ের মুখে পড়বে। বায়রার নেতা শামীম আহমেদ চৌধুরী নোমান এ অভিমত ব্যক্ত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন