শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এবার ঢাকায় ফিরছেন মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৪:২২ পিএম

করোনা সতর্কতা ছাপিয়ে ঈদের পরদিন রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে। অনেকে আবার বাড়িতেও যাচ্ছেন। ফলে উভয় দিকের চাপ পড়েছে দুই নৌরুটে।
কর্মস্থলে যোগ দিতে গাদাগাদি করেই ছুটে আসছেন ঢাকার দিকে। রয়েছে বাড়তি ভাড়াসহ পথে পথে নানা ভোগান্তির অভিযোগ।
ঈদের আগের দিন যেতে পারেনি, তাই বলে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী ছুটি কাটানো যেন মিস করা যাবে না কোনোভাবেই।
কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষের ঢল তারই প্রমাণ। তাইতো করোনা সংক্রমণের ঝুঁকিকে এক পাশে রেখে ঘরমুখী মানুষের মিছিল।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে গাদাগাদি করে বাড়ি ফিরেন অনেকে। ছিলো কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপও। যানবাহনের সংখ্যা কম থাকায় বাড়তি ভাড়া গোনার অভিযোগ যাত্রীদের।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ছিলো বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী মানুষের চাপ। সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে যাতায়াত করতে দেখা যায় তাদের।
বিআইডব্লিউটএ সূত্র জানায়, যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলছে ২৯ টি ফেরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন