বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ১২’শ বিঘা জমির নিমজ্জিত ধান ভেসে উঠলো, কৃষকরা খুশি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৫:৪৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ কৃষি বিভাগের সহায়তায় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ জলাধার খুলে দেয়ায় নিমজ্জিত ১২’শ বিঘা জমির পাকা- আধা পাকা ধান ভেসে উঠলো। কৃষকরা খুশি হয়েছে উপজেলা প্রশাসনের উপর।
জানা গেছে,উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়াস্থ সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এবছর একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রীজ নির্মাণের আগে একটি বিকল্প রাস্তা তৈরি করে দেয়া হয় যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য। কিন্তু দু’সপ্তাহ আগে নির্মাণ কাজ সম্পন্ন হলেও বিকল্প রাস্তাটি ঠিকাদারি প্রতিষ্ঠান অপসারণ না করায় কয়েকদিনের টানা ঝড় বৃষ্টির ফলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে নিমজ্জিত হয়ে পড়ে ১২’শ বিঘা জমির বোরো ধান। এ অবস্থায় পাকা ধান কাটতে ব্যাঘাত সৃষ্টি হয় কৃষকদের। এরই মধ্যে সময় মত পাকা ধান কাটতে না পেরে নষ্ট হতে বসে কৃষকের সোনার ধান। পরে উপজেলা প্রশাসনের নজরে আনা হলে গত সোমবার প্রশাসনের হস্তক্ষেপে বিকল্প রাস্তা কেটে দেয়া হয়। এসময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান,কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ,সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি অফিসারসহ স্থানীয় সুধিজন। পানি প্রবাহ সৃষ্টি করা হলে ধান ক্ষেত ভেসে উঠতে শুরু করে। দুই দিনে পানি নেমে যাওয়ায় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন ওই এলাকার কৃষকরা। এখন তারা সহজে পাকা ধান কাটতে পারবে। কৃষকদের মুখে এখন হাসি। আর তাদের হাসিই ঈদের সবচেয়ে বড় উপহার বলে মনে করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন