শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ১৫৭ মোটরসাইকেল আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৯:৪৭ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রাস্তায় চলাচলরত ১৫৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া এসব মোটরসাইকেল আটক করা হয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক জানান , করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সন্ধ্যা ৬ টার পর থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ এখনো বহাল আছে। অথচ সেই নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে সন্ধ্যার পর অবাধে মোটর সাইকেল চলাচল করছে। এজন্য তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন