বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রথম কৌশলগত স্টিলথ বোমারু বিমান বানাচ্ছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১০:০৪ এএম

বিশ্বে প্রথমবারের মতো কৌশলগত স্টিলথ ভারী বোমারু বিমান তৈরির কাজ শুরু করেছে রাশিয়া। আশা করা হচ্ছে, আগামী বছর এ বিমান তৈরির কাজ শেষ হবে।

বিমানটি চালু করা হলে তা হাইপারসনিক অস্ত্রসহ দীর্ঘ পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম হবে। রাষ্ট্র পরিচালিত ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের দুজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

বার্তা সংস্থার খবর অনুযায়ী, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নতুন বিমান তৈরি প্রকল্প দেখভাল করছে। নতুন এ বিমানের নাম হবে পাক দা (পিএকে ডিএ) যা মার্কিন নির্মিত নর্থ্রপ গ্রুম্যান বি-টু স্পিরিট সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমেরিকার এ বিমান ১৯৯৭ সালে মার্কিন বাহিনীতে যুক্ত করা হয়।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, বিমান তৈরির জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ নেয়া হয়েছে এবং বোমারু বিমানের ককপিট নির্মাণের কাজ শুরু হয়েছে। একটি সূত্র জানিয়েছে, এ বিমানের নির্মাণকাজ ২০২১ সালে শেষ হবে।

রাশিয়া এর আগেই নিজেদের প্রযুক্তিতে স্টিলথ যুদ্ধবিমান তৈরি করেছে যা সুখই এসইউ-৫৭ নামে পরিচিত।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
jack ali ২৭ মে, ২০২০, ১২:০০ পিএম says : 1
May Allah [SWT] destroy stealth bomber fighter project and also muslim killer/rapist Purtin by Corona Virus. Ameen
Total Reply(0)
রিমন মিয়া ২৯ মে, ২০২০, ৫:৪৮ এএম says : 0
ভাল
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন