শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে কালবৈশাখীর হানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১২:০৭ পিএম

রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বুধবার (২৭ মে) ভোরে বয়ে যাওয়া এই কালবৈশাখীর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঝড়ে কোথাও কোথাও রাস্তার উপর গাছ ভেঙ্গে পড়েছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে। মিরপুরে বস্তি এলাকার ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে। রাতে টিনের চালের বিকট শব্দে সেখানকার মানুষ আতঙ্কে ছিল বলে স্থানীয় এক বাসিন্দা জানান।
আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজ দিনের বেলা ঢাকার আকাশ মেঘলা থাকবে বলেও জানান তিনি।
মো. আফতাব উদ্দিন বলেন, বুধবারের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক সপ্তাহ আগে গত বুধবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানে দেশের উপকূলীয় জেলাগুলোতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটার ও জোয়ারের পানি ১০ ফুট ওপরে উঠেছিল।
এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন, জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন