শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদের ছুটি শেষে বুধবার চালু হলো পার্সেল ট্রেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১২:২৯ পিএম

ঈদুল ফিতরের ছুটিতে চারদিন বন্ধ থাকার পর বুধবার (২৭ মে) থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে কৃষি পণ্য পরিবহনে পুনরায় পার্সেল স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটিতে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার সকালে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুম থেকে আরো জানা যায়, বুধবার সকাল ৭:৫০ মিনিটে ময়মনসিংহ থেকে একটি পার্সেল স্পেশাল ট্রেন ছেড়ে গেছে এবং সকাল ১১টা নাগাদ কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পার্সেল ট্রেন ছেড়ে গেছে।
বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ে মালবাহী ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ১ মে থেকে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে।
বর্তমানে যেসব রুটে পার্সেল ট্রেন চলাচল করছে, সেগুলো হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব বাজার-ঢাকা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়)-ঢাকা ও খুলনা-চিলাহাটি-খুলনা।
উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন