শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে করোনায় আরো একজনের মৃত্যু বিশেষ ব্যবস্থায় দাফন সম্পন্ন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ১২:৩৩ পিএম

ঈশ্বরদীতে আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আব্দুল মজিদ নামের এই ব্যক্তি ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করে। সে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। উল্লেখিত গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ গত ২১ মে শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা নিয়ে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর করো না পজিটিভ ধরা পড়ে। এরপর গত ২৫ শে মে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গতকাল গভীর রাতে ঈশ্বরদীর মুলাডুলি শেখপাড়া গোরস্থানে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশি পাহারায় ইসলামী ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত একটি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করে । এই নিয়ে ঈশ্বরদীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন