বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোপালগঞ্জে ঈদ করতে আসা ২ জনসহ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ২:১৯ পিএম

গোপালগঞ্জে ঢাকা থেকে ঈদ করতে এসে ২ জন ও ১ স্বাস্থ্য কর্মী সহ ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪৬ জনে। এরমধ্যে ৫৭ জন সুস্থ্য হয়েছেন। ১ জন মারা গেছেন। আক্রান্ত ৮৮ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় টুঙ্গিপাড়ায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২ জন ঢাকা থেকে টুঙ্গিপাড়া উপজেলালার গিমাডাঙ্গা গ্রামে ঈদ করতে এসছেন। অপর জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন কর্মী। তিনি আইসোলেশন ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে ছিলেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসক ৪১ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৮ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসক সহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্স সহ ৩০ জন ও টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। ঢাকা,নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এলাকায় ঈদ করতে আসা ব্যক্তিরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন বলে সিভিলসার্জন জানান। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন