শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মহামারীতে ভেদাভেদ ভুলে চিকিৎসা সেবা নিশ্চিত করুন-ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৯:২৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট পরীক্ষার ট্রায়াল স্থগিত না করে ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমেই বেড়ে চলছে। তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে যেমন মারা যাচ্ছে সাধারণ মানুষ, তেমনি বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, নার্সসহ বরেণ্য ব্যক্তিবর্গ। এমন করুণ মুহুর্তে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণবিষয়।

তিনি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা থেকে বাঁচতে সর্বদা আল্লাহর উপর ভরসা এবং তওবা ইস্তিগফার করার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন