বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ইউনাইটেড হাসপাতালে আগুনের কারণ পরিদর্শনে সিআইডির তদন্ত দল

সাত সদস্যের তদন্ত কমিটিকে সাত কার্যদিবস শেষে প্রতিবেদন দিতে বলা হয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ১২:২০ পিএম

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির তদন্ত দল। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে। তবে পুলিশ জানায়, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

হাসপাতালে বর্ধিতাংশের করোনা ইউনিটে নিহত পাঁচজনের তিনজনই ছিল করোনা রোগী। এ কারণে চারজনকে এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। আরেকজনের লাশ নেয়া হচ্ছে চট্টগ্রামে।

এদিকে আগুন লেগে নিহতের ঘটনায় গুলশান থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। পরে হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন