মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনায় ৬ ঘণ্টার মধ্যে আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৫:৩৩ পিএম

চট্টগ্রামে ৬ ঘন্টার মধ্যে করোনাভাইরাস আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে।
আবু বকর নামে ৪৫ বছর বয়সী ওই রোগী বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। তার বাসা নগরীর শুলকবহরে। এর আগে সকালে তানজিনা নামে ১৮ বছর বয়সী এক রোগী জেনারেল হাসপাতালে মারা গেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব ইনকিলাবকে বলেন, তানজিনা হাসপাতালের আইসিইউতে ছিলেন। করোনা পজেটিভ আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার আগে থেকেই কিডনির সমস্যা ছিলো। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আবু বকরও আইসিইউতে মারা গেছেন। ২৬ মে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৩ জন । আর সুস্থ হয়েছেন ১৯১।
চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ হাজার ২০০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
sxxiwokidp ২৩ জুলাই, ২০২০, ১২:৫৯ এএম says : 0
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন