মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগামী ৩১ মে থেকে চলবে পশ্চিমাঞ্চলে ট্রেন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৫:৩৬ পিএম

সরকারী সিদ্ধান্ত মোতাবেক ৩১ মে থেকে পশ্চিমাঞ্চল রেলে বিভিন্ন রুটে ট্রেন চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, আজ বৃহস্পতিবার নেয়া প্রাথমিক সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মে থেকে তিনটি ট্রেন চলবে।
তিনি বলেন, আগামী শনিবার ট্রেন চলাচলের চুড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মে রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বনলতাসহ খুলনা এবং লালমনিহাট গামি চিত্রা ও লালমনি এই ট্রেন চলাচল করবে। এছাড়াও আগামী ৩ জুন বুধবার থেকে মধুমতি, কপোতাক্ষ, রুপসা, নীলসাগর ও বেনাপোল মোট ৫টি ট্রেন চলাচল করবে। এসব ট্রেন চলাচল করলে পরিস্থিতি যদি ভালো হয় তবে ১৫ জুন থেকে সকল ট্রেন চলাচল স্বাভাবিক করার আলোচনা হয়েছে বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdurrahman ২৯ মে, ২০২০, ৮:১৯ পিএম says : 0
Dhaka–Jamalpur–Dhaka keno cholbe na?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন