বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া শঙ্কায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৪ এএম

করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে প্রমাণিত হওয়ায় আপাতত এর ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই মতে, এবার কোভিড-১৯ রোগীদের ওপর হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স, ইতালি ও বেলজিয়াম। বুধবার যুক্তরাজ্যের এক আইনপ্রণেতা জানিয়েছেন, বৈশ্বিক উদ্বেগের কারণে হাইড্রোক্সিক্লোরোকুইনের একটি ট্রায়াল বন্ধ করে দিয়েছে দেশটি। মাত্র সপ্তাহখানেক আগেই এই ট্রায়াল শুরু করেছিল ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এতে অন্তত ৪০ হাজার স্বাস্থ্যসেবা কর্মীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। অক্সফোর্ডের এই ট্রায়ালে আংশিক অর্থায়ন করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এর আগে, প্রাথমিক প্রতিবেদনগুলোতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ইতিবাচক ফল দিতে পারে জানানোর পর বেশ কয়েকটি দেশ এটি ব্যবহারের অনুমতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এটি সেবন করেছেন বলে জানিয়েছিলেন। হাইড্রোক্সিক্লোরোকুইনকে করোনাযুদ্ধের ‘গেমচেঞ্জার’ বলেও অভিহিত করেছিলেন তিনি। তবে সা¤প্রতিক গবেষণাগুলোতে ওষুধটি করোনা রোগীদের মৃত্যুহার বৃদ্ধি, শরীরে হৃদযন্ত্রের গুরুতর সমস্যাসহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে প্রমাণিত হয়েছে। বুধবারই ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি বাতিল করেছে। ফ্রান্স ও ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার উচিত হবে না। বেলজিয়ামের নীতি নির্ধারকরা বলেছেন, ওষুধটির কার্যকারিতা ম‚ল্যায়নে ট্রায়ালের সময় এর ঝুঁকির বিষয়টিও বিবেচনায় নেয়া উচিত। জার্মানির এক মুখপাত্র জানিয়েছেন, তারা ল্যানসেটের প্রতিবেদন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের ওপর নজর রেখেছেন। তবে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের বিষয়ে এখনও চ‚ড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি দেশটি। রয়টার্স, বিবিসি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন