মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট শেওলাস্থল বন্দর দিয়ে ফিরলেন ২০বাংলাদেশী, পাড়ি দিলেন ১২০ ভারতীয়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৯:২৯ পিএম

অবশেষে ভারতে আটকা পড়া ২০ বাংলাদেশি ফিরে এসেছেন । আজ বৃহস্পতিবার সকালে সিলেটের শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। এছাড়া প্রায় দুই মাস পর ১২০ ভারতীয় ফিরে গেছেন তাদের দেশে। লকডাউনের কারণে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকা পড়েছিলেন তারা। স্থলবন্দর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় ২০ বাংলাদেশি নাগরিক আটকা পড়েন ভারতে। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও পড়ালেখার জন্য ভারতে গিয়ে আটকা পড়েছিলেন তারা। একইভাবে বাংলাদেশে সফরে আসা ১২০ভারতীয় নাগরিক আটকা পড়েন। ভারত ফিরে যাওয়া যাত্রীরা জানান, তারা বিভিন্ন কাজে এসেছিলেন বাংলাদেশে। লকডাউনের কারণে তারা প্রায় দুই মাস ধরে বাংলাদেশে আটকা ছিলেন। এতে আর্থিক সংকটে পড়েন তারা। এমনকি দেশের স্বজনদের সাথেও তারা নিয়মিত যোগাযোগ করতে পারছিলেন না। স্থলবন্দরের মেডিকেল টিমের দায়িত্বে থাকা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নয়ন মল্লিক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে দেশে আসা ২০ বাংলাদেশি নাগরিককে শেওলা স্থলবন্দর হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে সবাইকে। ফেরত আসাদের মধ্যে কারো মধ্যে কোনো উপসর্গ মেলেনি করোনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন