শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদ্রাসা শিক্ষক কর্মস্থলে যাওয়ার পথে মারা গেলেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২০, ৯:৪৬ পিএম

কর্মস্থলে ফেরা হলো না এক মাদ্রাসা শিক্ষকের। পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা আলীম মাদ্রাসার প্রবীন শিক্ষক ও স্থানীয় বিলপার (গোবিন্দনগর) জামে মসজিদের ইমাম ছিলেন ম্ওালানা মিজান আহমদ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে ব্রীজের অদূরে কান্দিগ্রাম-উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় সড়কের পাশে তার মৃতদেহ দেখেন এলাকাবাসী। তার পূর্বের কর্মস্থল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রাম থেকে বর্তমান কর্মস্থল একই ইউনিয়নের বিলপার (গোবিন্দনগর) গ্রামে ফিরতে এ পথের্ ওয়না হয়েছিলেন তিনি। খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তালুকদার গিয়াস উদ্দিন বলেন, হুজুরের বাড়ী কুমিল্লায়, চাকুরী সূত্রে সিলেটে বিশ^নাথে অবস্থান করেছিলেন তিনি। তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে নেয়া হবে পরবর্তী পদক্ষেপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন