বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সরকারি সহায়তা পেয়েছে ৭ কোটি মানুষ : চট্টগ্রামে তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৩ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অর্থনৈতিক কর্মকাÐ মাসের পর মাস বন্ধ রেখে কোন দেশ চলতে পারে না। সেই কারণে উন্নত দেশগুলোতেও নানা কর্মকাÐ শুরু করা হয়েছে, মানুষ কাজে ফিরে গেছে। আমাদেরও ধীরে ধীরে সেই কাজটি করতে হবে। তবে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। তিনি গতকাল রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ হলে খেলোয়াড়দের মাঝে সরকারের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের প্রায় সাত কোটি মানুষ নানাভাবে সরকারি সাহায্য-সহায়তার আওতায় এসেছে। বাংলাদেশের ইতিহাসে এমন কখনো ঘটেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, দেশের সব কওমি মাদরাসায় ঈদের আগে দু’দফায় টাকা দেয়া হয়েছে। বিভিন্ন মসজিদে টাকা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃহত্তম ও সুপরিকল্পিত ত্রাণ কার্যক্রমের কারণে দেশে একজন মানুষও আল্লাহর রহমতে অনাহারে মৃত্যুবরণ করেনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ বণিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন